বিনোদন ডেস্ক : এবার নতুন মিশনে নেমেছেন খ্যাতিমান সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী ও সামিনা চৌধুরী। দেশের প্রতিটি অন্তর ছোঁয়ার এই মিশনে তাদের সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় এক ঝাঁক তারক।
২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। গীতিকার শফিক তুহিনের লেখা ‘বাংলাদেশ’ শিরোনামের এ গানটির সুর-সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক মার্সেল। ঈগল মিউজিকের ব্যানারে সবার কাছে পৌঁছে যাবে গানটি।
গানটির শুরুর দিকটা এরকম- ‘নদীর জল ঘাস/ ফসলের মাঠ অবারিত সবুজের প্রান্তর/ সোনা রোদ্দুর রাখালিয়া সুর/ ছুঁয়ে থাকো প্রতিটি অন্তর’। শুক্রবার সন্ধ্যায় গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী ও সামিনা চৌধুরী।
সৈয়দ আবদুল হাদী বলেন, দারুণ একটি গান করলাম। গানটির কথা-সুর অনেক সুন্দর। আমার নিজের কাছে দেশের গান গাইতে সব সময়ই ভালো লাগে। তবে অনেক দিন পর এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে।
সামিনা চৌধুরী বলেন, গানটি আমার মনে ধরেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।
এ গানটিতে আরও কয়েকজন জনপ্রিয় শিল্পীর কণ্ঠ দেয়ার কথা রয়েছে। এরা হলেন- পার্থ বড়ুয়া, কনা, ইমরান, শফিক তুহিন ও মার্সেল।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস