বিনোদন ডেস্ক : দিল্লির রাস্তায় হেঁটে বেরাচ্ছেন এক বৃদ্ধ। দাড়ি-চুল সবি সাদা। চেহারায় বয়সের ছাঁপ। এই লোকটি কিন্তু সাধারণ কোন লোক নন, তিনি জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। সবচেয়ে মজার ব্যাপার হলো, অমিতাভকে কেউ চিনতেই পারেনি।
সুজিত সিরকাকের ‘পিঙ্ক’ ছবির শুটিংয়ের জন্য দিল্লি গেছেন অমতাভ। শনিবার সেখানকার রাস্তায় হেঁটে বেরানোর কথা রবিবার জানিয়েছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেছেন অমিতাভ।
শুটিংয়ের কাজে এখনো দিল্লিতেই আছেন অমিতাভ। অনিরুদ্ধ রয় চৌধুরীর পরিচালনায় ছবিতে আরো আছেন তাপসি পান্নু, কীর্তি কুলহারি ও আন্দ্রিয়া তারিয়াঙ। চলতি মাসের ১৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।
‘পিঙ্ক’ ছবিটি ছাড়াও ‘টিইথ্রিএন’ ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এখানে আরো থাকবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস