বিনোদন ডেস্ক : বলিউড থেকে শুরু করে গোটা বিশ্বে সালমান খানের ভক্তের অভাব নেই। কিন্তু বর্তমানে বলিউড পাওয়া গেলো সালমান খানের এক নয়া ভক্তের নন্ধান। সালমান খানই নাকি তার গডফাদার! তার পরামর্শেই ‘হেট স্টোরি ৩’-এ সাহসী চরিত্রেও অভিনয় করেছেন তিনি। আর সে জন্যই এ বার সেই ভক্তকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিলেন ভাইজান।
তাকে অনেকেরই চেনা আছে তিনি বলিউড নায়িকা ডেইজি শাহ। বলিউড পাড়ায় বর্তমানে জোর গুঞ্জন চলছে, ডেইজির প্রতি নাকি সালমানের একটু অন্য ফিলিংসও হচ্ছে! তবে হঠাৎ কেনো এমনটি শোনা যাচ্ছে? অবশেষে জানা গেলো, এর মূলে রয়েছেন নাকি ক্যাটরিনা কাইফ!
বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর ক্যাট সুন্দরীকেও অনেক গাইড করতেন সালমান খান। নায়িকার প্রেমে পড়ার পর তাকেও একটি দামি গাড়ি গিফট করেছিলেন এই ব্যাচেলর খান। এটাই নাকি ভাইজানের ট্র্যাডিশন! কারো প্রতি মন থেকে দুর্বল হয়ে পড়লে তাকে একের পর এক দারুণ গিফট দিতে থাকেন।
এ কারণে অনেকেই মনে করছেন সালমানের ‘লেডি লভ’-এর লিস্টে এ বার যোগ হতে চলেছেন আরেক নারী ডেইজি শাহ-এর নাম। কারণ সালমানের থেকে সদ্য গিফট পাওয়া সোয়াঙ্কি গাড়িটা তো ডেইজির জীবনে সেটাই ইঙ্গিত করছে!
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই