বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় নায়ক জিৎ-কে চেনে না এমন লোকের সংখ্যা বাংলাদেশে মনে হয় খুব বেশি একটা খুজে পাওয়া যাবেনা। তবে আর যাই হোক বাংলাদেশে কিন্তু আপনি জিৎ নামের কাউকে কিন্তু খুজে পানেন না। কারণ কলকাতার এই সুপার হিরো বাংলাদেশে আসার সাথে সাথে তার নামও বদলে গেছে! জিৎ নামে নয়, বাংলাদেশের মানুষ তাকে ‘বাদশা’ নামেই ডাকবে!
বাংলাদেশে তিনি সপ্তাহখানেক থাকবে এবং ‘বাদশা’ নামেই থাকবেন! কেন, জিৎ কি বাংলাদেশের ছেলে, তার পূর্বের নামকি ‘বাদশা’ ছিলো? এমন সব প্রশ্ন আপনার মনে আসতেই পারে। এক কথায় উত্তর, এসবের কোনোটাই নয়। তাহলে? বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার একটি ছবিতে এবার দেখা যাবে এই সুপার হিরোকে। আর সে ছবিতেই তার নাম হলো ‘বাদশা’।
ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন জিৎ। ছবিটির নাম দেয়া হয়েছে ‘বাদশা’, আর সেই বাদশাই হলেন জিৎ। এই ছবিতে জিতের নায়িকা হিসেবে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত ৩ মার্চ থেকে গাজীপুরের টঙ্গিতে ‘বাদশা’ ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। তারপর নারায়ণগঞ্জের পানাম সিটিসহ রাজধানীর আশপাশের কয়েকটি জায়গায় তার শুটিং করার কথা রয়েছে।
আগামী এক সপ্তাহ ‘বাদশা’ ছবিটির শুটিং চলবে। শুটিংয়ের পুরোটা সময় তিনি ‘বাদশা’ নামেই কাজ করবেন। তবে ‘বাদশা’ ছবিটিতে দেখা যাবে জিৎ ভক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অকাল প্রয়াত নায়ক মান্নার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নায়ক ফেরদৌসকে। ‘বাদশা’ ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব। তার সঙ্গে থাকছেন বাংলাদেশের নতুন পরিচালক সীমান্ত।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই