বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই দুই বোনের গলায় গলায় ভাব। তাই বড় বোনের মনের অনেক না বলা কথাই বেশ বুঝতে পারেন ছোট বোন। আর তাই এবার বড় বোনের না বলা কথাগুলো প্রকাশ করলেন ছোট বোন। তারা দুজনেই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং কারিশমা কাপুর। তবে কারিনা বুঝতে পারছেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দিদি।
স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্সের আইনি ঝামেলায় বিপর্যস্ত কারিশমা। কিছুদিন আগে ঠিক হয়েছে, তাদের দুই সন্তান থাকবে কারিশমার কাছেই। কিন্তু তাদের ভরণপোষণের জন্য প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা কারিশমাকে দেবেন সঞ্জয়। এই বিবাহবিচ্ছেদ মামলার পরবর্তী শুনানি আগামী ৮ এপ্রিল। সব কিছুই একা হাতে সামলাচ্ছেন কারিশমা। মুখে কিছু না বললেও কারিনা বেশ বুঝতে পারছেন কারিশ্মার কষ্ট।
কারিনার কথায়, ‘কারিশমার জন্য এটা খুব কঠিন সময়। আমি এসব নিয়ে কখনো কথা বলি না। ওর ব্যাপারে আমি খুব প্রোটেক্টিভ। ও মুখে না বললেও ওর কষ্টটা আমি বুঝি।’ এই সমস্যার দ্রুত সমাধানের দিকে এখন তাকিয়ে গোটা কাপুর পরিবার।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই