রবিবার, ১৩ মার্চ, ২০১৬, ০৮:৪৯:৪৯

মালাইকা-আরবাজের ডিভোর্স নিয়ে এ কি বললেন সালমানের বাবা!

মালাইকা-আরবাজের ডিভোর্স নিয়ে এ কি বললেন সালমানের বাবা!

বিনোদন ডেস্ক : মালাইকা-আরবাজের ডিভোর্সের জল্পনা নিয়ে এ বার মুখ খুললেন আরবাজের বাবা সেলিম খান। স্পষ্ট বললেন, ‘আমি একজন লেখক। সুতরাং কারো অ্যাফেয়ার বা ব্রেকআপ নিয়ে আমাকে প্রশ্ন না করাই ভাল। আর বাড়িতে ছেলেদের ব্যক্তিগত বিষয়ে আমি মাথা ঘামাই না। ওরা এখন বড় হয়েছে। এ সব ওরা নিজেরাই সামলাবে। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না।’

গতকাল বলিউড পাড়ায় শোনা গিয়েছিল, আরবাজ খানকে ডিভোর্স করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মালাইকা আরোরা খান। আর কয়েকদিনের মধ্যেই নাকি ডিভোর্স ফাইল করবেন নায়িকা। বহু চেষ্টা করেও এই ভাঙন রুখতে ব্যর্থ হয়েছেন বলিউড সুপার স্টার সালমান খান। আর এ দিন সেলিম খানের স্পষ্ট জবাবের পর ডিভোর্সের জল্পনা আরো দৃঢ় হল বলে মনে করছেন বলিউডের একটা বড় অংশ।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে