রবিবার, ১৩ মার্চ, ২০১৬, ০৯:০৫:১১

তারেক মাসুদের ছবি ফারুকীর নামে চালিয়ে দিল ভারতীয় মিডিয়া

তারেক মাসুদের ছবি ফারুকীর নামে চালিয়ে দিল ভারতীয় মিডিয়া

বিনোদন ডেস্ক : নতুন ছবি ‘ডুব’-এর ঘোষণা দিয়ে রীতিমত আন্তর্জাতিকভাবেও আলোচিত দেশের অন্যতম মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন ছবিতে মেধাবী অভিনেতা ইরফান খানকে কাস্ট করায় ভারতীয় গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয় এমন চমকপ্রদ সংবাদ। কিন্তু ফারুকীর সিনেমার প্রচার করতে গিয়ে বাংলাদেশের আরেক প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদের নির্মিত অস্কারে ‘ফোর্ট নাইটজয়ী’ সিনেমা ‘মাটির ময়না’র  সঙ্গে গুলিয়ে ফেলেছে ভারতের একাধিক মিডিয়া।

‘বাংলাদেশের ছবি ‘নো বেড অব রোজেস’-এ ইরফান খান’ শিরোনামে সদ্য খবর প্রকাশ করেছে ভারতীয় শীর্ষস্থানীয় পত্রিকা ‘হিন্দুস্তান টাইমস’। প্রকাশিত খবরে সবই ঠিক থাকলেও তারেক মাসুদের বিখ্যাত চলচ্চিত্র ‘মাটির ময়না’র নির্মাতা বলা হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীকে। এক জায়গায় এমনটি থাকলেও ভেবে নেয়া যেত সামান্য ভুল। কিন্তু আরেক জায়গায় ইরফান খানের বিপরীতে তিশা অভিনয় করছেন জানিয়ে অভিনেত্রী তিশার পরিচয় তুলে ধরা হয়েছে এভাবে, ‘ইরফান খানের বিপরীতে ফারুকী নির্মাণে ‘নো বেড অব রোজেস’ ছবিতে অভিনয় করছেন নুশরাত ইমরোজ তিশা। যিনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে অভিনয় করেছেন, যা ২০১১ সালে সেরা বিদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত করা হয়, এবং ২০০২ সালে তার অভিনীত ‘মাটির ময়না’ ছবিটি অস্কারে ফোর্টনাইট উপাধী জয় করে।’

শুধু তাই নয়। প্রকাশিত খবরটির মাঝখানে ‘দ্য ক্লে বার্ড’ মানে মাটির ময়নার ট্রেলার লিঙ্ক-আপ করে সেখানে মোটা অক্ষরে লেখা হয়েছে, ‘মোস্তফা সরয়ার ফারুকীর ‘মাটির ময়না’ ছবির ট্রেলারটি দেখে নিন এখানে!’

আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমাকে হাত ধরে ধরে প্রথমে পরিচয় করিয়ে দেন প্রখ্যাত নির্মাতা তারেক মাসুদ। তার পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিতে হাল ধরেছেন এবং নিরলস কাজ করে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটা প্রমাণিত সত্য। কিন্তু হাতের মুঠোয় তথ্যের এমন অবাধ চালাচালির যুগে তারেক মাসুদ ও ফারুকীকে আলাদা করতে না পারা ভারতীয় মিডিয়ার বালখিল্য বলেই মনে করছেন কেউ কেউ। তাও আবার ‘হিন্দুস্তান টাইমস’-এর মতো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম!-বাংলামেইল
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে