বিনোদন ডেস্ক : বলিউডের লাস্যময়ী নায়িকা সানি লিয়নকে এবার দেখা গেল একটি অ্যাকসেসরিজ় ম্যাগানিজ়নের মলাট পাতায়। বাজার নামে ওই ম্যাগাজিনের কভার ফোটোয় তার পরনে রয়েছে সোনালি-সাদা লেসের পোশাক।
শুধু পোশাকই নয়। ৩৪ বছর বয়সী এই নায়িকাকে সেখানে দেখা গেছে সোনার গহনার সাজে। সঙ্গে অল্প মেক-আপের ছোঁয়া আর এলোমেলো চুলে যেন আরো লাস্যময়ী হয়ে উঠেছেন সানি লিয়ন।
ওই ম্যাগাজ়িনের জন্য সানি লিয়নের ফোটো শুট করেছেন খ্যাতনামা ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠা।
বলিউডে পা রেখে নিজের পথ পরিবর্তন করতে চেয়েছিলেন সানি লিয়ন। বলিউড তার প্রথম ছবি ছিলো জিসম ২। এরপর তাকে দেখা গেছে জ্যাকপট, রাগিনী MMS 2, এক পহেলি লীলা ও মস্তিজাদে ছবিতে। এবার ম্যাগাজিনের কভার ফোটোয় এসে তিনি হয়তো একেবারেই মুছে ফেলতে চাইছেন বিতর্কিত তারখা খ্যাতি।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই