রবিবার, ১৩ মার্চ, ২০১৬, ১১:৫৩:৪৫

মালাইকা-আরবাজের বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলল দুই পরিবার!

মালাইকা-আরবাজের বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুলল দুই পরিবার!

বিনোদন ডেস্ক : ভালবাসার সম্পর্ক গড়ে ওঠাটা যেমন মানুষের আগ্রহ কাড়ে, তার চেয়েও বোধ হয় বেশি কৌতূহল থাকে সেটা ভেঙে যাওয়া নিয়ে। মালাইকা অরোরা খান এবং আরবাজ খানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। অনেক জল্পনা-কল্পনা চলেছে তাদের সম্পর্কের ভাঙন নিয়ে। তবে সম্প্রতি আদালতে বিবাহবিচ্ছেদের কাগজ জমা দিয়ে সেই সব গুজবে ইতি টানলেন মালাইকা। প্রায় ১৭ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন থেকে এবার সরে আসতে চলেছেন তারা!

অবশ্য, ব্যাপারটা যে বিবাহ-বিচ্ছেদের দিকেই এগোচ্ছে, সেটার ইঙ্গিত পর পর দিয়ে চলেছিল কয়েকটি ঘটনা। আদালতে যাওয়ার আগেই যেমন খানদের বান্দ্রার বাড়ি থেকে সন্তানদের নিয়ে বেরিয়ে গিয়েছিলেন মালাইকা। উঠেছিলেন খার-এর একটি অ্যাপার্টমেন্টে। অবশেষে আইনি পথে এগোলেন- এই তারকা জুটি!

স্বাভাবিক ভাবেই খান এবং অরোরা পরিবার ঠিক কি ভাবে দেখছেন এই বিচ্ছেদ, তা নিয়েও বাড়ছিল কৌতূহলের পারদ। সালমান খান যেমন অনেক চেষ্টা করেছেন বিচ্ছেদটা আটকানোর। অন্য দিকে, মালাইকার বোন অমৃতাও একদিন মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় বোনের স্বামীকে ডেকে ঘটনার সমাধান করিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু, লাভ হয়নি!

এবার মালাইকার শ্বশুর এবং আরবাজ-সালমানের বাবা সেলিম খান এই নিয়ে মন্তব্য করেছেন সম্প্রতি। তবে, পুরোটাই উপর-উপর! তার বক্তব্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিচ্ছেদটা হচ্ছেই! কিন্তু, এতে তার অনুমতি আছে কি নেই- সে সব জটিলতার ধারে-কাছে দিয়েও যাননি বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

'আমি একজন লেখক। তাই আমায় লেখার ব্যাপারে কিছু জিজ্ঞেস করুন, নিশ্চয়ই তার উত্তর দেবো। কিন্তু, কার প্রেম হল আর কার প্রেম ভাঙল- এসব নিয়ে কিছু জানতে চাইবেন না। আমার সন্তানরা এখন বড় হয়েছে। তাই তাদের জীবনে কি হচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করার দায় আমার নেই। কোনো দিন করিনি, এখনো করব না', সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবেই বললেন সেলিম খান।

অন্য দিকে, মালাইকার মা জয়েস পলিক্যার্পও সেলিমের মতোই মন্তব্য করেছেন ব্যাপারটা নিয়ে। তিনি বলেন, 'দেখুন, ওরা যথেষ্ট বড়! নিজেদের ভাল-মন্দ বোঝার ক্ষমতা ওদের আছে। অতএব, সম্পর্কটা রাখবে না ভাঙবে- সেটা ওরাই ঠিক করুক। এটা নিয়ে আমার কোনো মতামত নেই'।

তবে, ব্যক্তিগত জীবনে যা-ই হোক না কেন, মালাইকা আর আরবাজ কিন্তু পেশাদার জীবনে কোনো রকম তিক্ততা এখনো নিয়ে আসেননি। এখন ছোট পর্দার একটি রিয়্যালিটি শো-তে কাজ করছেন তারা। মালাইকা তার মতো আসেন ফ্লোরে, আরবাজ আসেন নিজের মতোই। ক্যামেরা চললেই তারা এক সঙ্গে কাজ করেন। তার পর, শুটিং শেষে যে যার মতো আলাদা গাড়িতে রওনা দেন আলাদা বাড়ির দিকে।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে