বিনাদন ডেস্ক : সবাই আনন্দেই যায় নাচ দেখতে। কিন্তু সেই নাচের অনুষ্ঠানে যদি আপনার চোখে জল আসে তা সত্যিই ভাবনার বিষয়। এমন ঘটনাই ঘটেছে ৯ বছর বয়সী গ্রেসির বেলায়।
গ্রেসি এবং কোয়ান্সি লাটভোস্কি নামের দুই বোন একত্রে নাচতে পছন্দ করে। কেউ তাদের থামিয়ে রাখতে পারে না। গ্রেসির হুইলচেয়ারও। গ্রেসি সেরেব্রাল পালসি এবং সিসটিক ফাইব্রোসিসে আক্রান্ত।
এরপরও সে তার ১১ বছর বয়সী বড় বোনের সাথে নাচতে খুব পছন্দ করে। গ্রেসি শিক্ষা দিচ্ছে কীভাবে অপূর্ণতার মাঝে থেকে জীবনের পূর্ণতা খুঁজে নিতে হয়। সে যে আমাদের অনুপ্রেরণা।
গ্রেসি কিন্তু কারো দ্বারা প্রভাবিত হয়ে মঞ্চে উঠেনি। সে নিজে নিজেই তার যান্ত্রিক হুইলচেয়ারটি নিয়ে উঠে গিয়েছিল। গানের তালে তালে সে নাচতে শুরু করে।
তারা নিজেরাই গান পছন্দ করে এবং সে অনুসারে নাচ পরিবেশন করে।
এ শিশুদের পরিবেশনা দেখবেন তো চোখের জল ধরে রাখতে পারবেন না।
গ্রেসির নাচটি ছিল ডিজনী মুভি মুলানের রিফ্লেকশন গানের তালে তালে। এখানে গ্রেসির নাচটিকে কাল্পনিক আয়নায় তুলে ধরেন তার বোন কোয়ান্সি। এতে উপস্থিত দর্শকরা অভিভুত হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ কেঁদেই ফেলেন।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম