সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ১০:৩৭:০৫

‘বাদশা’ এখন ঢাকায়, ফারিয়ার সাথে রোমান্স করবেন পানামা সিটিতে

‘বাদশা’ এখন ঢাকায়, ফারিয়ার সাথে রোমান্স করবেন পানামা সিটিতে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ‘বাদশা’ এখন ঢাকায়। নুসরাত ফারিয়াকে নিয়ে নারায়নঞ্জের পানামা সিটিতে যাবেন তিনি। তিনি কিন্তু কলকাতা থেকে এখানে এমনি এমনি আসেননি, রোমান্স করতে এসেছেন।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নতুন ছবি ‘বাদশা’র শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতীয় বাংলার জনপ্রিয় নায়ক জিৎ। শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশ থেকে আবদুল আজিজ ও কলকাতার বাবা যাদব।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, প্রায় এক সপ্তাহের জন্য জিৎ ঢাকায় এসেছেন। আমি বর্তমানে দেশের বাইরে রয়েছি। এ ছবির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আশা করছি, ভালোভাবে ছবির প্রথম ভাগের কাজ শেষ করতে পারব আমরা।

তিনি বলেন, এ ছবিতে জিৎ-এর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। আরও একটি চরিত্রে অভিনয় করবেন সুষমা সরকার। জিৎ রাজধানীর একটি অভিজাত হোটেলে উঠেছেন। বর্তমানে তিনি পুবাইলে ‘বাদশা’ ছবির শুটিং করছেন।

এছাড়া নারায়ণগঞ্জের পানাম সিটি, কাওরান বাজার ও গাজীপুরের হোতাপাড়ায়ও শুটিংয়ে অংশ নেবেন টলিউডের এই জনপ্রিয় নায়ক।
১৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে