বিনোদন ডেস্ক : বলিউডের চিরতরুণ অভিনেতার কথা জানতে চাইলে একটি নাম সামনে চয়ে আসে। আর তা হল আমির খান। গত তিন দশক ধরে বলিউড মাতিয়ে রাখছেন তিনি। অভিনয় দক্ষতার জন্য বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ উপাধীটিও পেয়েছেন । চিরতরুণ এই অভিনেতা ৫১ বছরে পা দিয়েছেন। অথচ সমান তালে অভিনয় করে যাচ্ছেন আমির। এর পেছনে আসল রহস্যটা কি?
১৯৬৫ সালে আমিরের জন্ম। তার পরের বছরেই জন্ম নেন ফয়সাল। তারা দু'জনই একসঙ্গে শৈশব, কৈশর কাটিয়েছেন। তাই আমিরের সিক্রেট ফয়সালের জানাটাই স্বাভাবিক!
এবার জন্মদিনে আমিরের কিছু সিক্রেট বিষয় প্রকাশ করলেন ফয়সাল খান। তিনি বলেন, প্রতি বছরেই আমিরের জন্মদিনে আমাদের পরিবারের সবাই একসঙ্গে হই। একসঙ্গে তার জন্মদিনের কেক কাটি। রাতের খাবারও একসঙ্গে খাই। জন্মদিনের সেরা গিফট দিয়ে তাকে সবাই সারপ্রাইজ দেয়ার চেষ্টা করি।
কিন্তু প্রতি জন্মদিনেই আমির একটি হাস্যকর কাণ্ড ঘটান, যা সম্পর্কে কেউ খুব একটা ভালো জানেন না। প্রতি বছরেই জন্মদিন আসলে আমির সিদ্ধান্ত নেয় এমন একটি বদভ্যাস আছে যা তিনি ছেড়ে দেবেন! কিন্তু এরপর যখনই তার সিনেমা রিলিজ দ্বারপ্রান্তে চলে আসে, ঠিক তখনই সে একজন চেইনস্মোকারে রূপ নেয়। এমন সিদ্ধান্ত সে প্রতি বছরেই নিয়ে থাকে। এবারও নিশ্চয় নিবে!
আমিরের জন্মদিনের মজার স্মৃতির বিসয়ে ফয়সাল বলেন, আমি জন্মদিনে আমিরকে সব সময়ই শৈশবের কোনো স্মৃতিমাখা জিনিস উপহার দেয়ার চেষ্টা করি। একবার আমির যখন ‘মঙ্গল পান্ডে’ সিনেমার শুটিংয়ে পাঁচগানিতে ছিলেন তখন তাকে সেখানে চমকে দিতে তার জন্মদিনে আমি তাকে না জানিয়ে সেখানে হাজির হয়েছিলাম। তাকে একটি ঘুড়ি উপহার দিয়ে ছিলাম জন্মদিনের গিফট হিসেবে। আমির সব সময়ই ঘুড়ি উড়াতে ভালোবাসে, সেই ছোটবেলা থেকেই। আর এমনাবস্থায় আমরা দুই ভাই যেন শৈশবে ফিরে গিয়েছিলাম। আমির শুটিং বাদ দিয়ে সারাদিন আমার সঙ্গে ঘুড়ি নিয়ে পরে রইল।
১৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস