বিনোদন ডেস্ক : আত্মহত্যা করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা সাই প্রশান্ত। রোববার রাতে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে বলা হলেও মৃত্যুরহস্য এখনো কাটেনি। পুলিশের ধারনা, কোমল পানীয়'র সঙ্গে বিষ মিশিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
হঠাৎ করেই প্রশান্তের মৃত্যুর খবর জানতে পারে পুলিশ। পরে তার নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় দেখতে পারেন তারা।
প্রশান্তের আত্মহত্যা বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পুলিশ। ফলে তারা প্রশান্তের আত্মহত্যার বিষয়ে পরিস্কার করে কিছু না বলছেন না।
তবে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে যে, প্রশান্ত একাকিত্ব থেকে আত্মহত্যার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এরইমধ্যে বাসা থেকে প্রশান্ত’র বডি পোস্ট-মর্টেমের জন্য কিলপোক মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর মাত্র তিন মাস আগে আবারো বিয়ে করেছিলেন প্রশান্ত। এই অভিনেতা জনপ্রিয় তামিল সিরিয়ালগুলোতে অভিনয়ের কারণে বেশ জনপ্রিয়।
আন্নামালাই, সেলভি, আরশির মত জনপ্রিয় সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন প্রশান্ত। এছাড়া তামিল জনপ্রিয় সিনেমা ‘নেরাম’-এ অভিনয় করেছেন তিনি।
১৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস