সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৫:৪১:৫৯

ড্রেসিংরুমেই অভিনেত্রী গীতার জন্মদিন পালন

ড্রেসিংরুমেই অভিনেত্রী গীতার জন্মদিন পালন

বিনোদন ডেস্ক : কয়েক মাস হল হরভজনের ঘরনি হয়েছেন গীতা বাসরা। এখন প্রায়শই তাকে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ঘুরতে। বলিউডের এই সাড়া জাগানো অভিনেত্রী মঙ্গলবার মাতিয়ে রাখলেন ভারতীয় ড্রেসিংরুমকে।

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে সফর শুরু করছে ভারত। তার আগে অভিনেত্রী গীতা বসরার জন্মদিন পালনে মাতল ধোনি ব্রিগেড। এখন হরভজন সিংহের স্ত্রী গীতা। তাই ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে তাকে। ৩২তম জন্মদিনও তিনি সেলিব্রেট করলেন স্বামী হরভজন এবং ধোনি, রায়না, রবি শাস্ত্রীদের সঙ্গে নিয়ে।

ভারতীয় ড্রেসিংরুম থেকেই আনানো হয়েছিল স্পেশাল কেক। স্বামী হরভজনকে পাশে নিয়ে সেই কেক কাটেন গীতা। একে অন্যকে কেকও খাওয়ান হরভজন এবং গীতা। হার্দিক পাণ্ড্য আবার গীতার মুখে কেক মাখিয়েও দেন। পরে ট্যুইটারে গীতাকে ‘ভাবী’ সম্বোধান করলে শুভেচ্ছাও জানান গীতা।
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে