বিনোদন ডেস্ক : রবিবার হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়লেন কিং খান। সিনেমার মতো বাস্তবে আবেগকে চেপে রাখতে পারলেন না বলিউডের বাদশাহ শাহরুখ খান। না, পুরনো কোনো প্রেম বা নিজের পুরনো ছবি নিয়ে নয়। এক ভক্তই শাহরুখকে এই আবেগে ভাসিয়েছে।
রবিবার ট্যুইটারে শাহরুখের প্রথম টিভি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন জিতেশ পিল্লাই নামে ওই ভক্ত। তার সঙ্গে তিনি লেখেন, ‘১৯৯৪ সালের এই সাক্ষাৎকারটি ‘ডিডিএলজে’-এরও অনেক আগে নেয়া। এখনো শাহরুখ একই রকম মিষ্টি এবং মজার মানুষই রয়েছেন।’
কিছুক্ষণের মধ্যেই পাল্টা ট্যুইট করেন শাহরুখ। তিনি লেখেন, ‘একদম ঠিক, তখন আমি মিষ্টি আর বোকা ছিলাম। আর এখন শুধু বোকামিটাই রয়ে গিয়েছে।’
যদিও শাহরুখের ভক্তরা তা মানতে নারাজ। শাহরুখকে উদ্দেশ্য করে তার ভক্তদের অনেকেই বলেছেন, ‘তুমি যেমনই হও না কেন, আমাদের কাছে তুমিই সেরা!’
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই