বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খানের অভিনয়ের প্রশংসার কথা কারো কাছ থেকে শোনার প্রয়োজন নেই। সালমানের সিনেমা মুক্তি পেলে বক্স অফিসই তার প্রমান দিয়ে থাকে। তবে এবার নাচের বিষয়ে দরাজ প্রশংসা পেলেন এই ব্যাচেলর খান। শুধু শরীর দিয়ে নয়, হৃদয়, আত্মা মিশে যায় সালমানের নাচে। সালমানের নাচের এমন প্রশংসা করলেন প্রসিদ্ধ কোরিওগ্রাফার শিয়ামক দাভের।
তিনি বলেন, দর্শকরা সালমানের নাচ এত পছন্দ করেন, কারণ শুধু শরীর নয়, মন প্রাণ ঢেলে নাচ করেন সালমান। তার নাচের স্টেপগুলিও চমতকার। স্টেজে তার পারফর্ম্যান্সে মজা পায় দর্শকরা। মোট কথা সালমান যে ভঙ্গিতে নাচেন এমন ভঙ্গিতে ৮ থেকে ৮০ সবাই নাচতে পারবে।
প্রসঙ্গত, টাইমস অফ ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড উপলক্ষ্যে সালমানের পারফর্ম্যান্সের কোরিওগ্রাফ করেছেন শিয়ামক। ওই অনুষ্ঠানে সালমান ছাড়াও থাকবেন শাহরুখ খান, কারিনা কাপুর, রণবীর সিংহ, বরুণ ধবন, জ্যাকলিন ফার্নান্ডেজ প্রমুখ। শিয়ামক বলেন, এদের মধ্যে প্রত্যেক তারকাই ভীষণ পরিশ্রমী।
শুধু সালমানই নয়, শাহরুখ, রণবীরের প্রশংসাও করেছেন তিনি। রণবীর প্রসঙ্গে শিয়ামক বলেন, তিনি খুবই উদ্যমী। চমৎকার পারফর্মার। স্টেজে দাপিয়ে বেড়ান তিনি। তার এই প্রাণ ঢালা পারফরম্যান্সই পছন্দ দর্শকদের।
শাহরুখের নাচের ইউএসপি-ও জানিয়েছেন তিনি। তার মতে, শাহরুখের বিখ্যাত পোজ-এই পাগল মেয়েরা।
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই