বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের আজ ৫১তম জন্মদিন ছিল। আর এই দিনটি নিজের ঘরে একেবারে সাধামাটা পরিবেশে জন্মদিনের কেক কাটেন। তার সঙ্গে জন্মদিন কাটান ছেলে আজ়াদ। মুম্বাইয়ের কার্টার রোডের বাড়িতে জন্মদিন পালন করেন তিনি।
জন্মদিনে একটি বিশেষ টি শার্ট পরেছিলেন আমির। তাতে লেখা ছিল 'Azad <3 Papa'। জন্মদিনে আমির জানিয়েছেন বারাণসীতে তিনি তার মায়ের জন্য একটি বাড়ি কিনবেন। ৩ ইডিয়টসের শুটিংয়ের সময় তিনি বাড়িটি খুঁজে বের করেছেন।
জন্মদিনকে ঘিরে এমনিতেই সকাল থেকে আমিরের বাড়ির চারদিকে জড়ো হতে থাকেন মিডিয়া কর্মীরা। এছাড়াও এসময় প্রচুর ভক্ত অনুরাগীরাও ভিড় জমাতে থাকেন। কিন্তু নিরাপত্তারে স্বার্থে শুধু সাংবাদিকরাই আমিরের বাড়িতে প্রবেশাধীকার পান। তাদের সঙ্গে নিজের ৫১তম জন্মদিনের কেক কাটেন তিনি।
কেক কাটে যখন তিনি সংবাদিকদের সামনে আসেন, এসময় তাকে তার আসন্ন ছবি ‘দঙ্গল’-এর লুকে দেখা যায়। সাংবাদিকদের সঙ্গে দীর্ঘক্ষণ অনেক বিষয় নিয়ে কথা বলেন আমির। কথা বলেছেন বলিউডের বর্তমান হালচাল আর তার আসন্ন ছবি ‘দঙ্গল’ মুক্তি নিয়েও। খোলাখুলি জানিয়েছেন, আগস্টে ছবিটি মুক্তির গুঞ্জন শোনা গেলেও চলতি বছরের ডিসেম্বরে বড়দিন উপলক্ষ্যেই মুক্তি দিচ্ছেন সিনেমাটি!
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই