বিনোদন ডেস্ক : আজ ৫১ বছর বয়সে পা দিলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত অভিনেতা আমির খান৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে শুরু করে অগনিত ভক্তরা যখন আমিরকে শুভেচ্ছাবার্তা পাঠাতে ব্যস্ত, তখন অসহিষ্ণুতা বিতর্কে নাস্তানাবুদ আমির জানালেন তার জন্মদিনের বিশেষ ইচ্ছের কথা৷
জন্মদিনে ঠিক কি চান আমির? বারাণসীতে পূর্বপুরুষের একটি বাড়ি আছে৷ সেই বাড়িটি কেনারই ইচ্ছে প্রকাশ করলেন আমির৷ জানালেন, বারাণসীতে তার মা শৈশবের দিনগুলি অতিবাহিত করেছেন৷ তাই মা-র জন্য উপহার হিসেবে সেই বাড়িটি আমির কিনতে চান, যাতে মা ফিরতে পারেন তার ছোটবেলার স্মৃতির কাছে৷ ৩ ইডিয়টসের শুটিংয়ের সময় তিনি বাড়িটি খুঁজে বের করেছেন। এই জন্মদিনে মাকে বাড়িটি উপহার হিসেবে দিতে চান আমির।
পাশাপাশি আমির আরো জানিয়েছেন, বারাণসী তার খুবই পছন্দের জায়গা৷ বারাণসীর সৌন্দর্য এবং ঐতিহাসিক মাহাত্ম্যে তিনি আজীবন মুগ্ধ৷ তাই তিনি বারাণসীতে বাড়ি কিনতে চাইছেন৷
আমিরের এই বিশেষ আশা পূর্ণ হোক, এমন কামনাই করছেন তার ভক্তরা৷
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই