বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি অনন্ত জলিল এবং বর্ষার ছেলে আরিজ। জন্মের পর থেকেই ছেলেকে নিয়ে বেশ উৎসাহ প্রকাশ করতে দেখা যাচ্ছে এই দস্পতিকে। ছেলেকে নিয়ে যখন যা কিছু করেন তার ছবি ফেজবুকে প্রকাশ করে ভক্তদের মাঝে আনন্দ ভাগাভাগি করে থাকেন। এবারো তার বেতিক্রম কিছু ঘটলোনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একমাত্র সন্তানের ব্যামরত অবস্থার একটি ছবি প্রকাশ করেছেন অনন্ত।
ছেলের বয়স এখনো দেড় বছর পুর্ণ হয়নি এরই মধ্যে সুপারস্টার বাবার ইচ্ছা ছেলেকেও সুপারস্টার তৈরি করবে! তা না হলে এই বয়সে কেউ ছেলেকে নিয়ে নিয়মিত জিমে যায়? আসলে বিষয়টি তা নয়। কারণ বাবা যখন সকাল বেলায় জিমে যান, তখন ছেলেরও জিমে যাওয়া চাই। আর তাই অনন্তের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেইজে পুত্র আরিজের একটি ছবি প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, জিমের রিং ধরে আছে সে। ছবির উপরে লেখা, ‘আমার সন্তান প্রতিদিন, আমার সঙ্গে জিমে আসে’।
এই সুপারহিরো অবশ্য নিজের বডিফিটনেস নিয়ে খুবই সচেতন। আর এজন্যই শত ব্যস্ততার মাঝেও অনেক নিয়ম কানুন মেনে চলেন এবং জিমে গিয়ে ফিটনেস ঠিক রাখার চেষ্টা করেন। এমন বাবার ছেলে কেমন হতে পারেন বলে আপনি মনে করেন? অবশ্য ছেলেরা নাকি অনেক ক্ষেত্রে বাবার মতো হয়ে থাকে। আর তাই এখন বাবা অনন্তের ব্যামের এক মাত্র সঙ্গী পুত্র আরিজ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে অনন্ত বর্ষার ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান আরিজ। আরিজ, আরবী এই নামটির অর্থ বুদ্ধিমান এবং সম্মানিত।
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই