সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ১০:৫৮:৫২

বাবা আমিরকে জন্মদিনে ছোট্ট আজাদের বিশেষ উপহার

বাবা আমিরকে জন্মদিনে ছোট্ট আজাদের বিশেষ উপহার

বিনোদন ডেস্ক : আজ সোমবার ৫১ বছরে পা দিলেন বলিউডের মোস্ট পারফেকশনিস্ট খ্যাত আমির খান। জন্মদিন পালন করতে তড়িঘড়ি করেই আমেরিকা থেকে ভারতে ফিরে এলেন। এ দিন সকালে বিমানবন্দরে আমিরকে স্বাগত জানাতে গিয়েছিলেন স্ত্রী কিরণ রাও এবং পুত্র আজাদ। সেখানেই শুভেচ্ছা জানিয়ে তাকে জড়িয়ে ধরেন আজাদ। সঙ্গে দেয় একটি দারুণ গিফট।

আজাদের সেই গিফটি ছিলো নিজের হাতে আঁকা সাদা এটি টি-শার্ট। বাবার জন্মদিনে এটিই আমিরকে ছোট্ট আজাদের শ্রেষ্ট উপহার। এবং বাবা আমিরের কাছেও নাকি এটাই জন্মদিনের সেরা পাওনা। আমির বলেন, ‘তিন সপ্তাহ ধরে আমেরিকাতে রয়েছি আমি। খাওয়া, ঘুম আর এক্সসারসাইজ। এটাই ছিল আমার রুটিন। দিনে ছ’ঘন্টা ধরে ব্যয়াম করতাম। তাই আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোটা খুব জরুরি ছিল’।

প্রতি বছরের মতো এ বারেও রয়েছে তার স্পেশাল উইশ। মুম্বাইয়ের বাংলো থেকে সাংবাদিকদের জানিয়েছেন তার বার্থ-ডে উইশের কথা। তার কথায়, ‘বারাণসীতে আমার মায়ের ছোটবেলার বাড়ি রয়েছে। সেখানে এখন অন্য লোকেরা বসবাস করেন। এ বছর আমি সেটা কিনতে চাই। মায়ের বয়স প্রায় ৮০। মাকে আমি ওটা উপহার দিতে চাই।’
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে