সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ১১:২৩:২৯

এবার বিদ্যার ‘কাহানি ২’-তে কে এই ড্যাশিং হিরাে?

এবার বিদ্যার ‘কাহানি ২’-তে কে এই ড্যাশিং হিরাে?

বিনোদন ডেস্ক : আর কয়েক দিনের মধ্যেই কলকাতায় শুরু হতে চলেছে ‘কহানি ২’-এর শ্যুটিং। কেন্দ্রীয় চরিত্রে বিদ্যা বালন। বিদ্যার কো-স্টার কে? এমন জল্পনা এখন তুঙ্গে।

সুজয় ঘোষের ‘কহানি ২’ শ্যুটিং ফ্লোরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ‘কহানি’-তে বিদ্যা বালনকে কেন্দ্রীয় চরিত্রে রেখে টলিউডের এক ঝাঁক শিল্পীকে নিয়ে ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন সুজয় ঘোষ। তবে এবার সুজয়-বিদ্যা জুটি চাইছেন ‘কহানি ২’কে অন্য মাত্রা দিতে। আর পরিকল্পনা মতোই সিকোয়েল-এ বিদ্যার বিপরীতে অভিনয় করতে চলেছেন অর্জুন রামপাল।

মার্চের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় চলবে ‘কহানি ২’-এর শ্যুটিং। পুরো শেডিউলে অর্জুন না-থাকলেও বেশ কিছুদিন কলকাতার বিভিন্ন জায়গায় দেখা যাবে তাকে।
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে