সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ১১:৫৩:৩৯

ক্যাটরিনা অপয়া, আবার কার কাঁধে মাথা রাছেন রণবীর!

ক্যাটরিনা অপয়া, আবার কার কাঁধে মাথা রাছেন রণবীর!

বিনোদন ডেস্ক : রণবীর আর ক্যাটরিনার সম্পর্কটি বর্তমানে অতীত। কিন্তু কেন এই তারকা জুটি আচমকা সম্পর্ক ভাঙলেন তা নিয়ে জল্পনার শেষ নেই। পাশাপাশি রণবীর আর তার সাকেব প্রেমিকা দীপিকার হঠাৎ জমে ওঠা 'বন্ধুত্ব' কিন্তু কারুরই চোখ এড়াচ্ছে না।

কিন্তু দীপিকার প্রতি অতিরিক্ত টানই কি রণবীর-ক্যাটের ব্রেকআপের একমাত্র কারণ? না, তেমন কিন্তু নয়। রণবীর মনে করেন ক্যাটরিনা তার জীবনে অপয়া। তাই যতটা সম্ভব ক্যাটরিনাকে এড়িয়ে যাচ্ছেন তিনি। রণবীর মনে করছেন, তার জীবনে ক্যাটরিনার আগমনের পর থেকেই না কি ক্যারিয়ারে অবনতি ঘটছে রণবীরের। ভাল ছবি পাচ্ছেন না। আর পেলেও সেখানে তার কাজ প্রশংসিত হচ্ছে না।

আর তাই ক্যাটরিনার থেকে দুরত্ব বজায় রাখছেন রণবীর কাপুর। কিন্তু নিজের এমন দুর্দিনে কার কাছে মনের কথা বলছেন রণবীর? কার কাঁধেই এই বিপদের দিনে মাথা রাখছেন জানেন? রণের খারাপ দিনের সঙ্গী এখন দীপিকা। তার সঙ্গেই আপাতত নিজের জীবনের যাবতীয় ওঠাপড়া ভাগ করে নিচ্ছেন রণ। পাশাপাশি দীপিকার ভাল কাজ এবং উন্নতির জন্যও নিয়মিত প্রশংসা করছেন রণবীর।

বর্তমানে দীপিকা নিজের হলিউড ছবির কাজে দেশের বাইরে রয়েছেন। কিন্তু তা সত্বেও রণবীর তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জীবনের জ্বালা জুড়োতে শেষে সাবেক প্রেমিকার কাঁধে মাথা রেখেই শান্তি পেতে চান রণবীর।
১৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে