মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৭:৪৪:৫৩

অবশেষে শাকিব-অপুর ‘বসগিরি’

অবশেষে শাকিব-অপুর ‘বসগিরি’

বিনোদন ডেস্ক : অবশেষে শুরু হতে চলেছে শাকিক খান ও অপু বিশ্বাসকে নিয়ে পরিচালক শামীম আহমেদের ‘বসগিরি’। সামাজিক অ্যাকশনধর্মী ছবি এটি।

প্রতিবন্ধীদের জন্য গড়া স্নেহপিল্লকে ঘিরে ছবির গল্পের এ ছবিটির শুটিং প্রায় বছর খানেক আগেই শুরু হওয়া কথা থাকলেও তা শুরু করা সম্ভব হয়ে উঠেনি। আগামী ২৬ এপ্রিল নতুন করে শুটিংয়ের দিন ঠিক হয়েছে।

দেরিতে শুটিং শুরু প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, মাঝে ছবির গল্পে পরিবর্তন আনা হয়েছে। তা ছাড়া এই ছবির জন্য একই লুকে শাকিব খানের টানা শিডিউল দরকার ছিল, যা তখন শাকিব দিতে পারেননি তার অন্য ছবির শুটিংয়ের কারণে। এ জন্যই ‘বসগিরি’ ছবির শুটিং আটকে যায়।

তিনি বলেন, ‘শাকিব খানকে এই ছবিতে ভিন্ন লুকে দর্শকেরা দেখতে পাবেন। আর সেই লুকটার জন্যই তাঁর একটানা শিডিউল দরকার। এখন শাকিব খান শিডিউল দিয়েছেন। ফলে কাজটি শুরু করতে পারছি।’

এই ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিবা সানু, ডিজে সোহেল, সুব্রত প্রমুখ।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে