বিনোদন ডেস্ক : অনেকেই ভেবেছিলেন আমির খান তার ৫১ তম জন্মদিনে জোরাজুরি করে হলেও সালমান খানকে বিয়েতে রাজি করাতে পারবেন। কিন্তু সে আর হলো না।
সালমান খান যেন অনেকটাই সিং মাছের মতো, ছাই দিয়েও তাকে ধরা যায়নি। যার ফলে ব্যর্থ হয়েছেন পিকিখ্যাত অভিনেতা আমির খান। গতকাল (সোমবার) আমির খান পালন করেন তার ৫১তম জন্মদিন।
ঘরোয়াভাবে একদমই সাদামাটা ভাবে পালিত হয়েছে এই বলিউড সুপারস্টার আমির খানের জন্মদিন। এদিন আমির খান তার স্বপ্নের কথা জানান। তিনি জানিয়েছেন, তার মায়ের জন্য বারাণসীতে ফেরার ইচ্ছা।
তার কথায়, ‘বেশ কিছুদিন ধরেই এ নিয়ে ভাবছি। ভাবছি, যারা ওই বাড়িতে থাকেন, তাদের অনুরোধ করব ছেড়ে দিতে।...অস্সী ঘাটে গিয়েছি। খুব সুন্দর এবং ঐতিহাসিক শহর।’ আমির খান বলেছেন, ‘বারাণসীতে একটা বাড়ি থাকার চেয়ে ভাল আর কিছুই হতে পারে না।’
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন