মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৮:৩৬:০৯

সালমান খানের ভাইকে যে কারণে তালাক দিচ্ছেন মালাইকা

সালমান খানের ভাইকে যে কারণে তালাক দিচ্ছেন মালাইকা

বিনোদন ডেস্ক : সালমান খানের ভাই আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেকদিন ধরেই বলিউডুজড়ে উত্তাপ ছড়াচ্ছে। তাদের বিচ্ছেদ ঠেকাকে খোদ সালমান খানও মালইকা অরোরার সঙ্গে কথা বলেছেন। এরপরও বিচ্ছেদ থামানো যাচ্ছে না।

সূত্র বলছে, ১৬ বছর ধরে সংসার করার পর, এবার আরবাজের সঙ্গে আর থাকতে চাইছেন না মালাইকা। কারণ, আরবাজের অসফল কেরিয়ার। আর সেই কারণেই আর খান পরিবারের ছেলের সঙ্গে থাকতে চাইছেন না তিনি।

সূত্র বলছে, সালমান খান বলিউডের অন্যতম সফল অভিনেতা হলেও, আরবাজ এবং সোহেল কেউই সেভাবে প্রতিষ্ঠা পাননি। সালমান অনেক চেষ্টা করেছিলেন, ওই দু’জনকে দাঁড় করানোর। কিন্তু, তা সত্বেও শেষ পর্যন্ত অভিনেতা কিম্বা পরিচালক কিম্বা প্রযোজক হিসেবে দাঁড়াতে পারেননি আরবাজ, সোহেল। আর তাই তো, ছেলে আরহানের পড়াশোনার খরচ হোক কিম্বা, স্কুলের ফিস, সব কিছুই মালাইকাকেই দেখতে হয়।

বলিউডের সফল মডেল এবং নৃত্যশিল্পী মালাইকা। পাশাপাশি, ছোট পর্দার বেশ কিছু রিয়েলিটি শোয়ে বিচারকের আসনের দেখা যায় তাকে। এ হেন জনপ্রিয় মালাইকা অরোরা তো আপত্তি করতেই পারেন, স্বামী যদি অসফল হন।

বলিউডের একটি সূত্র চলছে, বিয়ের পর থেকে ১৬ বছর ধরে অপেক্ষা করেছেন সফল আরবাজকে দেখার জন্য। কিন্তু, কোনওভাবে বলিউড বা অন্য কোথাও কেরিয়ার দাঁড় করাতে পারেননি সলমনের ভাই। আর সেই কারণেই নাকি এবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা।

সম্প্রতি, একটি ফ্যামিলি ডিনারের আয়োজন করেছিলেন সালমান খান। খান পরিবারের প্রায় সবাই হাজির ছিলেন সেখানে। ছিলেন মালাইকাও। কিন্তু, অনুষ্ঠানের পর দেখা যায়, আরবাজ এবং মালাইকা দু’জন পৃথক পৃথক গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন।

শুধু তাই নয়, ডিনার চলাকালীন আরবাজের সঙ্গে এ বিষয়ে কোনও রকম বাক্য ব্যায় করেননি মালাইকা। ডিনার শেষ করে চটপট উঠে পড়েন। এবং, বেরিয়ে যান সালমান খানের বাড়ি থেকে।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে