বিনোদন ডেস্ক : পালিয়ে যাননি বলে যতই বুক ঠুকে বলুন না কেন, তিনি যে আর সহজে দেশে ফিরছেন না, তা প্রায় পরিষ্কার। আর তাই, ‘লিকার ব্যারন’ বিজয় মালিয়াকে বাগে আনতে এবার আদা জল খেয়ে পড়তে হচ্ছে পুলিশ প্রশাসনকে। বিজয় মালিয়াকে নিয়ে যখন তোলপাড় হচ্ছে গোটা দেশ, তখন সেই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছেন পরিচালক রাম গোপাল বর্মা।
তিনি বলেন, ক্যাটরিনা, দীপিকাকে ব্যাঙ্কে দিয়ে ঋণ শোধ করুন বিজয় মালিয়া। শুনতে অবাক লাগছে তো? ভাবছেন তো, সমাজের একজন নামজাদা ব্যক্তি হয়ে কী করে ওই ধরণের মন্তব্য করলেন বিজয় মালিয়াকে?
রাম গোপাল আরও বলেন, ‘আমি নিশ্চিত যে বিকিনি বিউটিদের প্রত্যেকটি ব্যাঙ্কে জমা করলে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের আর কোনও অভিযোগ থাকবে না।’
এদিকে রাম গোপাল বর্মার ওই টুইট সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পরই, তা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে বলিউডজুড়েও।
শুধু তাই নয়, বিকিনি বিউটিরা বিজয় মালিয়ার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকেন বলেও কটাক্ষ করেন বলিউডের ওই পরিচালক। শুধু ক্যাটরিনা বা দীপিকা নন, বিজয় মালিয়ার কম্পানির এক সময়ের ক্যালেন্ডার গার্ল হিসেবে এষা গুপ্তা এবং নার্গিস ফকরির নামও তুলে আনেন রাম গোপাল বর্মা।
প্রসঙ্গত, বিজয় মালিয়ার কম্পানির ক্যালেন্ডার গার্ল-এর মডেল হয়ে কেরিয়ার শুরু করেছেন দীপিকা, ক্যাটরিনা সহ আরও বেশ কিছু অভিনেত্রী। আর তাদের প্রত্যেককেই এবার সরাসরি কটাক্ষ করেছেন রাম গোপাল বর্মা।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন