বিনোদন ডেস্ক : ব্রেকআপ হওয়ার পর থেকে রণবীর ও ক্যাটরিনা এখন পর্যন্ত কেউ কারো মুখ দেখা দেখি করেননি। এ নিয়ে তাদের নতুন ছবি ‘জগ্গা জাসুস’ শেষ করাটাও প্রশ্নবিদ্ধ হয়। অনিশ্চয়তার মুখে পরেন ছবিটির নির্মাতাও।
তবে ব্রেকআপের পর তারা যে আবার মুখোমুখি হবেন, তা বোধ হয় ছবিটির পরিচালক নিজেও বুঝতে পারেননি। আর তাই বিচ্ছেদের পর রণবীর, ক্যাটরিনাকে এক সঙ্গে পেয়ে একটু চমকেই গিয়েছেন ‘জাগ্গা জাসুস’ নির্মাতা।
বলিউডের খবর, সম্প্রতি ‘জগ্গা জাসুসে’র শুটিং-এর পর বেশ খানিকটা রাত হয়ে যায়। ওই সময় রণবীর কাপুর নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন বলে তৈরি হচ্ছিলেন। আর ক্যাটরিনা নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বন্ধুর জন্য।
কার জন্য ক্যাটরিনা কাইফ অপেক্ষা করছেন, সেটা বোঝা যাচ্ছিল না প্রথমে। পরে দেখা যায়, ক্যাটরিনা অপেক্ষা করছেন কুনাল রাওয়ালের জন্য। যদিও বা শুটিং-এর জায়গা থেকে বেরিয়ে যাওয়ার সময় রণবীর বা ক্যাটরিনা কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি।
এদিকে জানা, যাচ্ছে, মুম্বাই-এর শুটিং-এর পর এবার কলকাতায় শুটিং করতে চাইছে টিম ‘জগ্গা জাসুস’। আর এবার দেখা যাক, কলকাতায় আসার পর ফের একসঙ্গে হন কি না রণবীর, ক্যাটরিনা?
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন