বিনোদন ডেস্ক : অনেক ছবিতেই রজনীকান্তের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। এ খবর অনেকেরই জানা। তবে নতুন খবর হচ্ছে, এই শ্রীদেবীর বয়স যখন ১৩ অর্থাৎ কিশোরী, তখন কিন্তু তিনি রজনীকান্তের মা ছিলেন তিনি।
মানে রজনীকান্তর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীদেবী। চমকে উঠলেন! বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান। বিশ্বাস না হওয়ার কোন কারণ নেই। ঘটনাটা মিথ্যা নয়।
তথ্য বলছে, খবরটা একেবারে তিন সত্যি! ১৯৭৬-এ কে বালচন্দ্র পরিচালিত দক্ষিণী ব্লকব্লাস্টার মুন্দ্রু মুদিচু-তে শ্রীদেবী আবির্ভূত হয়েছিলেন রজনীকান্তের মায়ের ভূমিকাতেই। ব্যাপারটা অনেকটা হ্যামলেট-এর মতো। ঠিক যেমন হ্যামলেটের প্রেমিকা গার্ট্রুড বিয়ে করেছিলেন তার বাবাকে- সেরকমই আর কী!
আসলে বালচন্দ্রের ছবির চিত্রনাট্য সে সময়ের তুলনায় ছিল যথেষ্টই আধুনিক। ছবির গল্পে দুই পুরুষ, প্রশাত আর বালাজি প্রেমে পড়েছিল সুন্দরী সেলভির। ছবিতে প্রশাত, বালাজি আর সেলভির চরিত্রে যথাক্রমে দেখা গিয়েছিল রজনীকান্ত, কমল হাসান আর শ্রীদেবীকে।
এবার এই ত্রিকোণ প্রেমে জেতার জন্য একে একে সেলভিকে সর্বস্বান্ত করে তোলে প্রশাত। সব হারিয়ে সেলভি বাধ্য হয় প্রশাতের বাড়িতে আশ্রয় নিতে। কিন্তু, সে প্রশাতের দুরভিসন্ধি বুঝে ফেলে। তাই প্রশাতের অনুপস্থিতির সুযোগে সুন্দরী সেলভি মন জয় করে তার বাবা ক্যালকাটা বিশ্বনাথনের। এবং, তাকে বিয়ে করে কোণঠাসা করে রাখে প্রশাতকে। এভাবেই ছবির গল্পে ১৩ বছরের শ্রীদেবী ধরা দেন রজনীকান্তের মায়ের ভূমিকায়!
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন