বিনোদন ডেস্ক : ইউটিউবে মুক্তি পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস-এর নতুন গান। যা তার ভক্তশ্রোতাদের জন্য সত্যি দারুণ সুখবর। ১২ মার্চ জেমস এর গাওয়া ‘বিধাতা’ শিরোনামের গানটি আপলোড করা হয়।
জানা গেছে, ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবিতে ‘বিধাতা’ শিরোনামের গানটি গেয়েছিলেন জেমস। এ গানটি রেকর্ড করা হয় গত বছর। শফিক তুহিনের কথা ও সুরে গানটি সংগীতায়োজন করেছিলেন রাফি।
তবে এতোদিন পর কেন জেমস এর গানটি আপ করা হলো? এ প্রসঙ্গে পরিচালক সুমন বলেন, ‘জেমসের গানটি এত দিন প্রকাশ না করার কারণ ছিল। পরিকল্পনা অনুযায়ী ছবির অন্যান্য গান প্রকাশের পরই তার গানটি প্রকাশ করা হলো। এতে ছবিটির প্রতি শ্রোতাদের আগ্রহ জন্মাবে।’
‘সুইটহার্ট’ ছবিতে জেমসের পাশাপাশি আরো গেয়েছেন হাবিব, হৃদয় খান ও আহমেদ হুমায়ুন। আর অভিনয় করেছেন রিয়াজ, বাপ্পী ও বিদ্যা সিনহা সাহা মীম। এ বছরের ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন