মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ১২:২৮:১০

যে কারণে ছবিটি থেকে বাদ দেয়া হলো পপিকে

যে কারণে ছবিটি থেকে বাদ দেয়া হলো পপিকে

বিনোদন ডেস্ক : ‘দি আমেরিকান ড্রিম’ ছবি ধেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপিকে বাদ দেয়া হয়েছে। শিডিউল না দেয়া, এবং কথা কাহে মিল না থাকায় পপিকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। তার পরিবর্তে নতুন এক নায়িকাকে নেয়া হয়েছে।

কিছুদিন আগেই আমেরিকান প্রবাসি নির্মাতা জসিম উদ্দিন পরিচালিত ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পপি। তবে বর্তমানে তাকে ছাড়াই ছবিটির শুটিং শুরু হয়েছে।

প্রসঙ্গে পরিচালক জসিম জানিয়েছেন, 'পপি চুক্তিবদ্ধ হওয়ার আগে কাজ করার জন্য যেভাবে কথা দিয়েছিলেন, এখন সম্পূর্ণ বিপরীতটাই করছেন। শুটিং ইউনিটের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করছেন না।'

তিনি আরো বলেন, 'আমি যুক্তরাষ্ট্রপ্রবাসী। এখানে কাজ করতে এসেছি। আমার নিজের লেখা গল্পে এ ছবিটি নির্মাণ করছি। জনপ্রিয়তার বিবেচনায় এতে পপিকে চুক্তিবদ্ধ করেছিলাম। তার জন্য অপেক্ষা করতে করতে আমার সময় ফুরিয়ে যাচ্ছে। কিন্তু তিনি সিডিউল দিচ্ছেন না। তাই পপিকে বাদ দিতে বাধ্য হয়েছি। এরই মধ্যে পপির পরিবর্তে আরেকজন নায়িকা নিয়েছি। কিন্তু এখনই তার নাম প্রকাশ করতে চাচ্ছি না।'

এ ছবিটিতে আরো অভিনয় করছেন সাইমন, আইরিন, সানজিদা তন্ময়, জসিম উদ্দিনসহ অনেকে। এ ছবির বেশিরভাগ শুটিং যুক্তরাষ্ট্রে করা হবে। তাই আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে পুরো ইউনিট।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে