মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০১:৩৫:০৭

এবার ফেরদৌসের সঙ্গে পর্দায় ফিরছেন সেই মুনমুন

এবার ফেরদৌসের সঙ্গে পর্দায় ফিরছেন সেই মুনমুন

বিনোদন ডেস্ক : আকারও বড় পর্দায় শুরু হচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী মুনমুনের যাত্র। এবার তার এই যাত্রায় সঙ্গী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও কণ্ঠশিল্পী পুলক।

‘মেঘ কন্যা’ নামের একটি ছবিতে নায়ক ফেরদৌসের সঙ্গে বিশেষ একটি গানে উপস্থিত হচ্ছেন এ নায়িকা। আর এই গানেই তাদের সাথে দেখা যাবে সুফি ঘরানার কণ্ঠশিল্পী পুলককে।

মিনহাজুল ইসলাম পরিচালিত এ ছবির বিশেষ এ গানটির শিরোনাম ‘মুসাফির মুসাফির আমরা সবাই মুসাফির’। কবির বকুলের কথায় ও শওকত আলী ইমনের সুরে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে দিনাত জাহান মুন্নী, পুলক ও হৃদ্র।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বান্দরবানে গানটির দৃশ্যধারণ হয়েছে। যাতে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী পুলক ছাড়াও ফেরদৌস এবং মুনমুন।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে