বিনোদন ডেস্ক : কাজল নাকি ঐশ্বরিয়া রাই? কে থাকছেন করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ? এমন জল্পনা ছিলো অনেকদিন ধরেই। তবে সেই আলোচনার অবসান ঘটিয়ে পরিচালক নিজেই জানিয়ে দিয়েছেন, ‘এতে কাজল অভিনয় করছেন না।’
তাহলে আর কি। এখন উত্তর স্পষ্ট, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ঐশ্বরিয়া রাই বচ্চনই অভিনয় করছেন।
এ বিষয়ে টুইটারে করণ জোহরও জানিয়েছেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একটি ব্যর্থ প্রেমের আখ্যান নিয়ে নির্মাণ করা হচ্ছে। চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই। এতে ছোট্ট একটি চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফাহাদ খানকে
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কাজল অভিনয় করছেন কিনা, ভক্তদের এমন প্রশ্নের জবাবে টুইটারে ওই উত্তর জানিয়েছেন নির্মাতা করণ।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন