বিনোদন ডেস্ক : বলিউডে এখন সব থেকে গরম খবর হচ্ছে আরবাজ খান ও মালাইকা অরোরার বিচ্ছেদ। এ বিচ্ছেদের গল্প এখন বলিউডজুড়ে বেশ উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে সংবাদ মাধ্যম দেখলেই লুকিয়ে যাচ্ছেন মালাইকা!
এদিকে সংবাদমাধ্যমের সামনে বিচ্ছেদের কথা সরাসরি প্রকাশ না করলেও, বিশ্বস্ত সূত্রে খবর, আরবাজ খানের কাছ থেকে বিচ্ছেদ এবার নিয়েই ছাড়ছেন মালাইকা।
এদিকে সালমান খান যথেষ্ট চেষ্টাও করেছেন এই বিচ্ছেদ ঠেঁকাতে। কিন্তু হাজার চেষ্টা করেও পরিবারকে বেঁধে রাখতে পারলেন না সালমান। ফলে এবার তাদের বিচ্ছেদ পাকা, এটাই এখন খবর ছড়াচ্ছে।
অপরদিকে বিচ্ছেদের খবর ছড়ানোর পর থেকে এবার আর ক্যামেরার সামনে আসতে চাইছেন না মালাইকা। পাপারাতজি দেখলেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন আরবাজের স্ত্রী। ক্যামেরা দেখলে, কেন ওরকম ব্যবহার করছে মালাইকা? সে বিষয়ে অবশ্য কোনওভাবেই মুখ খুলছেন না তিনি।
সম্প্রতি,‘কি অ্যান্ড কা’-এর প্রমোশনের জন্য কারিনা কাপুর তার বেশ কয়েকজন কাছের বন্ধুকে ডেকেছিলেন। আর সেখানেই হাজির হয়েছিলেন করণ জহর থেকে শুরু করে কারিশমা কাপুর এবং মালাইকা অরোরাও। কিন্তু, সেখানে হাজির হওয়ার সময়ও মালাইকা ক্যামেরার সামনে আসতে চাননি। ক্যামেরার মুখোমুখি হতেই, নিজেকে লুকিয়ে ফেলেন মালাইকা।
এদিকে সূত্র বলছে, সালমান খান বলিউডের অন্যতম সফল অভিনেতা হলেও, আরবাজ এবং সোহেল কেউই সেভাবে প্রতিষ্ঠা পাননি। সালমান অনেক চেষ্টা করেছিলেন, ওই দু’জনকে দাঁড় করানোর। কিন্তু, তা সত্বেও শেষ পর্যন্ত অভিনেতা কিংবা পরিচালক কিংবা প্রযোজক হিসেবে দাঁড়াতে পারেননি আরবাজ, সোহেল।
আর তাই তো, ছেলে আরহানের পড়াশোনার খরচ হোক কিংবা, স্কুলের ফিস, সব কিছুই মালাইকাকেই দেখতে হয়। বলিউডের সফল মডেল এবং নৃত্যশিল্পী তিনি। পাশাপাশি, ছোট পর্দার বেশ কিছু রিয়েলিটি শোয়ে বিচারকের আসনের দেখা যায় তাকে। এ হেন জনপ্রিয় মালাইকা অরোরা তো আপত্তি করতেই পারেন, স্বামী যদি অসফল হন।
বলিউডের একটি সূত্র বলছে, বিয়ের পর থেকে ১৬ বছর ধরে মালাইকা অপেক্ষা করেছেন সফল আরবাজকে দেখার জন্য। কিন্তু, কোনওভাবে বলিউড বা অন্য কোথাও কেরিয়ার দাঁড় করাতে পারেননি সালমানের এই ভাই। আর সেই কারণেই নাকি এবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন