মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৪:২৭:৫১

কুইনকে কেন আইনি নোটিশ পাঠালেন হৃত্বিক?

কুইনকে কেন আইনি নোটিশ পাঠালেন হৃত্বিক?

বিনোদন ডেস্ক : একদিকে বলিউডের কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন, অন্যদিকে কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানৌত। এ দু’জনই নিজ নিজ অবস্থানে বেশ জনপ্রিয়। তাদের নিয়ে বলিউডে আলোচনাও কম হয় না।

মাঝে একবার আলোচনা উঠেছিলো, হৃত্বিক রোশন আর কঙ্গনার মধ্যকার প্রেম সম্পর্ক। এমনকি একটি অনুষ্ঠানে হৃত্বিককে ইংগিত করে সাবেক ‘বয়ফ্রেন্ড’ এমনটাই বুঝিয়েছিলেন কঙ্গনা। যা নিয়ে তুমুল হৈ চৈও শুরু হয়েছিল বলিউডে।

এদিকে বর্তমানে এই দুই জনের মধ্যকার সম্পর্কটা একদমই ভালো যাচ্ছে না। তারা এখন অনেকটা সাপ আর নেউলের মতোই। যার ফলে কঙ্গনার প্রতি ক্ষিপ্ত হৃত্বিক। তিনি দাবীও করেছেন, কঙ্গনা তার ভাবমূর্তি নষ্ট করছেন।

আর এমন দাবী করেই কঙ্গনার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন হৃত্বিক রোশান। আইনজীবী দিপেশ মেহতার মাধ্যমে এ আইনি নোটিশটি পাঠিয়েছেন এই অভিনেতা।

বেশ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে হৃত্বিককে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘বোকা সাবেক প্রেমিক’ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা। তিনি (কঙ্গনা) কেন তাকে এ কথা বলেছেন, এ জন্য সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে বলা হয়েছে আইনি নোটিশে।

অবশ্য নোটিশের উপযুক্ত জবাবও নাকি দিয়েছেন কঙ্গনা। আইনজীবী রিজওয়ান সিদ্দিকির মারফতে ২১ পাতার একটি উত্তর পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, কঙ্গনা যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তার কোথাও তিনি হৃতিকের নামই বলেননি। তাহলে কেন মানহানির প্রশ্ন আসছে।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে