মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৪:৫১:৪৫

কাল আসছেন ইরফান খান, শুটিং করবেন ঢাকার পথে পথে

কাল আসছেন ইরফান খান, শুটিং করবেন ঢাকার পথে পথে

বিনোদন ডেস্ক : আগামীকাল (১৬ মার্চ) ঢাকায় আসছেন হলিউড ও বলিউড তারকা ইরফান খান। তিনি বাংলাদেশের তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবির শুটিং এ অংশ নিতে ঢাকায় আসছেন বলে জানিয়েছেন নির্মাতা।

মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ইরফান ঢাকায় আসছেন বুধবার, ১৬ মার্চ সকালে। আর তিনি শ্যুটিংয়ে অংশ নিবেন ২০ তারিখ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে। নিরাপত্তার স্বার্থে সেসব এখনই প্রকাশ করছেন না তিনি।

তবে এটুকু জানা গেছে, শ্যুটিংয়ের আগেই ইরফান খানের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন দেশীয় মিডিয়ার সঙ্গে। যদিও সেই তারিখ ও স্থান বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি নির্মাতা ফারুকী।

তার মতে, ‘আমার ইচ্ছে আছে বুধবার সকালেই বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে একটি সংবাদ সম্মেলনের। কিন্তু সেখানের নিয়ম কানুন প্রসঙ্গে আমি এখনও নিশ্চিত নই। এত মিডিয়া গ্যাদারিং বন্দর কর্তৃপক্ষ এলাউ করবেন কি না, জানি না। তবে সেটা না হলে আমরা পরিকল্পনা করছি ১৯ মার্চ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছবির প্রযোজক ও অভিনয়শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলনের। দেখা যাক কী হয়।’।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে