বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের খুব অল্পদিনের মধ্যেই সুনাম সখ্যাতি ছড়িয়ে পড়েছে তার। এক কাথায় বলাচলে সহজেই সাফল্য ধরা দিয়েছে তার হাতের মুঠোয়। তিনি গায়ক হানি সিংহ। যিনি ‘ইয়ো ইয়ো হানি সিংহ’ নামেই পরিচিত। প্রায় দু’বছর আগে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিলেন হানি সিং। সংবাদমাধ্যমের কাছে খবর ছিল তিনি রিহ্যাবে ছিলেন। কিন্তু রিহ্যাবে তিনি জাননি। তবে কোথায় ছিলেন তিনি?
দু’বছর হয়ে গেল ‘ইয়ো, ইয়ো’ ধ্বনিতে মেতে ওঠেনি পাবলিক স্টেজ শো। রিয়্যালিটি শো-এর বিচারকের আসন থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন হানি সিং। ২০১১ থেকে ২০১৩, সারা দেশে যিনি একের পর এক হিট গানের-এর বন্যা বইয়ে দিয়েছিলেন, ২০১৪-২০১৫ তে তাকে মাত্র একটি-দু’টি গান ছাড়া আর কোথাও কেন খুঁজে পাওয়া গেল না?
২০১৩-র শেষ দিকে ‘ব্লু আইজ’ গানে-এ মাত করে দিয়েছিলেন যে হানি, তাকে ২০১৪-তে পাওয়া গেল শুধুই ফিল্মি সংয়ে। কোথাও কোনো পাবলিক অ্যাপিয়ারেন্সে নেই। কোথায় উধাও হয়েছিলেন হানি? সংবাদমাধ্যমকে হানির কাছের লোকজন জানিয়েছিলেন যে অতিরিক্ত পানিয় পানের জন্য অসুস্থ হয়ে পড়েছেন হানি, আরন সেজন্য রয়েছেন রিহ্যাবে।
গত বছরের শেষ থেকে আবার হানিকে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ড ফাংশানে তবে যেন একটু স্তিমিত হয়ে গিয়েছেন। ঠিক কি হয়েছিল তার? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন হানি। জানিয়েছেন, ১৮ মাসের এক চূড়ান্ত অন্ধকার সময়ের কথা। বলেছেন, রিহ্যাবে নয়, নয়ডার বাড়িতেই ছিলেন তিনি। ভুগছিলেন বাইপোলার ডিসঅর্ডারে (মানসিক রোগ) তাই লোকজনের থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিলেন।
কারো সামনে আসতে পারতেন না তিনি। এই সময়ে চার বার চিকিৎসক পাল্টাতে হয়েছে তাকে, প্রথম দিকে কোনো ওষুধও কাজ করছিল না। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ালেন তিনি। চরম ডিপ্রেশনের মধ্যেই একদিন দেখেছিলেন মা-কে ভেঙে পড়তে। হানি বলেছেন, তার সাফল্যের পিছনে বিরাট অবদান রয়েছে তার মায়ের। তাই মাকে কষ্ট পেতে দেখে চেষ্টা করেছেন অন্ধকার থেকে বেরিয়ে আসার।
অন্ধকার থেকে আলোয় ফিরতে কি করেছেন হানি? হানি বলেছেন প্রচুর কবিতা লিখেছেন তিনি, প্রায় ৬০-৭০টি। এবং সবধরণের পানিয় পান বর্জন করেছেন। এই সময়ে তার পাশে ছিলেন টি-সিরিজের ভূষণ কুমার। তার হাত ধরেই গত বছর হানির প্রত্যাবর্তন ‘ধীরে ধীরে’ রিমেক ভিডিও দিয়ে।
আগামী মে মাসেই মুক্তি পেতে চলেছে তার অভিনীত ছবি ‘জোরাওয়ার’। আর কখনো ওই অন্ধকারে ফিরে যেতে হবে না, এমনটাই আশা করেন হানি।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই