বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের সম্পর্ক নিয়ে বলিউড মহলে কানাঘুষোর যেন শেষ নেই৷ কবে করণের সঙ্গে তার স্ত্রী জেনিফার উইনগেট-এর পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে যাবে। কবে বিপস আর করণ একসঙ্গে ছুটি কাটাচ্ছেন, এমন অনেক কিছু নিয়েই যেন কৌতূহল কমতি নেই বলিউড পাড়ায়।
কিন্তু এতো কিছুর পরেও পাকাপাকিভাবে ছাদনাতলায় যেতে পারছেন না এই লাভর জুটি।! স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, জেনিফারের সঙ্গে বিচ্ছেদের পর করণ তো এখন প্রায় খোলা হাত-পা, তাহলে আবার বাধা কোথায়?
করণ এবং বিপাশার জীবনে নতুন বাধা হলেন করণের মা৷ বিপাশার সঙ্গে করণের প্রেম করা নিয়ে অনেক আপত্তি রয়েছে করণের মার৷ কিন্তু তার মায়ের হঠাৎ এমন আপত্তি কেন? এই আপত্তির কারণ নাকি বিপাশার অতীত জীবন৷ নানা সময়ে বিপাশা সম্পর্কে জড়িয়েছেন বলিউডের বহু অভিনেতার সঙ্গে৷ আর সেসব সম্পর্ক নিয়ে অনেক জলঘোলাও হয়েছে৷ তাই বিপাশাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে একটু সমস্যাই হচ্ছে তার৷
অন্য দিকে করণের ব্যক্তিগত জীবনো জলের মতো স্বচ্ছ নয়৷ ইতিমধ্যে দু'বার বিয়ে ভেঙেছে করণের৷ তাই বিপাশার পরিবার থেকেও প্রাথমিকভাবে আপত্তি জানানো হয়েছিল দু'জনের সম্পর্ক নিয়ে৷ কিন্তু পরে নিজের বাড়ির লোকজনকে রাজি করিয়ে নেন বিপস৷ করণের সঙ্গে দেখাও করেন তারা৷
অবশ্য এত কিছুর পরেও বিপাশাকে ইতিমধ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছেন করণ, এমনটাই মনে করছে বলিউড পাড়ার লোকজন৷ বিপাসা নাকি তার রিং ফিঙ্গারের নতুন হিরের আংটিটি বেশ ভাল মতোই মেলে ধরেছেন ক্যামেরার সামনে৷
তবু শেষ বেলায় করণের মায়ের আপত্তিতে সম্পর্কের জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়৷
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই