বিনোদন ডেস্ক : ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের আগে আরো একটি চমক অপেক্ষা করছে। এই ম্যাচ ঘিরে যেন চমকের পর চমক চলছেই। ধর্মশালা থেকে ম্যাচ কলকাতায় আসার পরই তা ঘিরে চলছে নানা পরিকল্পনা। কখনো দুই দেশের সাবেক প্লেয়ারদের নিয়ে আসা কখনো শহিদ আফ্রিদির মন্তব্য ঘিরে উত্তাল হওয়া পাকিস্তান। তার মধ্যেই আবার চমক।
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা লড়াইয়ের মাঠে জাতীয় সঙ্গীত কারা গাইবেন জানেন? ভারতের জাতীয় সঙ্গীত মাঠে দাঁড়িয়ে গাইতে দেখা যাবে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে। আর পাকিস্তানের জাতীয় সঙ্গিত গাইবেন সেই দেশের সুফি গায়ক শফকত আমানত আলি।
যারা শুধু ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে টিকিট কেটেছেন তাদের কাছে বাড়তি পাওনা তো বটেই। সঙ্গে দেখতে পাবেন দুই দেশের আটজন সাবেক তারকা ক্রিকেটারকেও। এক কথায় অনেক টানাপড়েন, অনেক কথার পর হয়তো ভারত-পাকিস্তানের মধ্যে এই ম্যাচটিতে লেখা থাকবে ক্রিকেটের ইতিহাসে।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই