বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ঋষি কাপুর বলিউডের আরেক জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়িকে ব্যঙ্গ করে একটি ছবি পোস্ট করেছেন তার ট্যুইটার পেইজে। সেখানে দেখা যাচ্ছে একটি কুকুরের ছবি। কুকুরটির গলায় প্রচুর সোনালী চেন এবং মাথায় একটি টুপি। নিচে লেখা বাপ্পি লাহিড়ি! বলা বাহুল্য বাপ্পির গেটআপের সঙ্গে মিল রেখেই সাজানো হয়েছে কুকুরটিকে।
তবে ক্যাপশনে ঋষি স্পষ্ট ভাবে লিখেছেন, ‘আমার বন্ধু যেন এটা খারাপ ভাবে না নেয়। আমার মনে হয় এটা খুব কিউট!’ ৬৩ বছরের ঋষি ইদানিং এমন মজা প্রায়ই করে থাকেন। তার ‘বাপ্পি লাহিড়ি’র ছবি পোস্ট করার পর ট্যুইটারে হাসি, ঠাট্টা, বিদ্রুপ সবই হচ্ছে। কিন্তু বাপ্পির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাপ্পি কি রাগ করলেন নাকি?
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই