মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ১১:৩৩:০৪

বাহুবলী ২-তে থাকছে আরো নতুন চমক!

বাহুবলী ২-তে থাকছে আরো নতুন চমক!

বিনোদন ডেস্ক : বাহুবলী সিনেমাটি প্রথম পার্টে সফলতা পাওয়ার পর এই সিনেমাটির আরেকটি পার্ট করার পরিকল্পনা নিয়েছেন পরিচালক রাজমৌলি। আর সেই বাহুবলী ২-তে এবার নায়িকা হিসেব আসতে চলেছেন শ্রিয়া সারন। সম্প্রতি শোনা গেছে, রাজমৌলি শ্রিয়াকে এই অফার দিয়েছেন। বল্লাল দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে।

ছবিতে এই চরিত্রে অভিনয় করছেন রানা দাগ্গুবতি। তার বিপরীতেই অভিনয় করবেন শ্রিয়া। তিনি ছাড়াও ছবিতে থাকছেন আরো দুই নায়িকা। অানুশকা শেট্টি ও তামান্না ভাটিয়া। বাহুবলীর চরিত্রে দেখা যাবে প্রভাসকে। শোনা যাচ্ছে, ছবির অনেক অ্যাকশন দৃশ্য লিওনার্দো ডি ক্যাপ্রিওর দা রেভেনান্ট থেকে অনুপ্রাণিত।

ছবিটি তামিল ও তেলেগুতে তৈরি হবে। কিন্তু হিন্দি সহ আরো বেশ কয়েকটি ভাষায় ডাব করা হবে বাহুবলী ২। এ বছর কোনো এক সময় ছবির টিজ়ার মুক্তি পাওয়ার কথা।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে