বিনোদন ডেস্ক : অসম্ভব রকমের জনপ্রিয় ‘পাগলা হাওয়া’ শিরোনামে জেমসের গাওয়া গানটি। তার এই জনপ্রিয় গানটি আবারও শোনা যাবে তার কণ্ঠে। সম্প্রতি এ গানটি নিয়ে তিনি দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।
একটি এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনচিত্রে এ নিয়ে তৃতীয়বারের মতো মডেল হিসেবে এই সংগীত তারকাকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
মঙ্গলবার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। বিজ্ঞাপনচিত্রে জিঙ্গেল হিসেবে ব্যবহার করা হয়েছে জেমসের জনপ্রিয় ‘পাগলা হাওয়া’ গানটির অংশবিশেষ। এই গানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে ঠোঁট মেলাতে দেখা যাবে জেমসকে।
বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে বিশেষ কিছু জানাননি জেমস। তিনি শুধু বললেন, ‘বিজ্ঞাপন নির্মাতা তার নিজের মতো করে গুছিয়ে কাজটি করছেন। আর আমি আমার মতো করে কাজটি করে যাচ্ছি।’
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন গাজী শুভ্র। পরিচালক হিসেবে জেমসের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে শুভ্র বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য বিরাট ব্যাপার। মজার মানুষ তিনি। ভালো কাজ হচ্ছে।’
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন