বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ১০:৩৭:৩৭

এবার হৃত্বিকের বিরুদ্ধে কঙ্গনার পাল্টা আইনি নোটিস

এবার হৃত্বিকের বিরুদ্ধে কঙ্গনার পাল্টা আইনি নোটিস

বিনোদন ডেস্ক : হৃত্বিকের দাবী কঙ্গনা তার মান নিয়ে টানাটানি করেছেন। আর এই মান নিয়ে টানাটানির কারণে কঙ্গনার বিরুদ্ধে প্রথমে আইনি নোটিশ পাঠিয়েছেন হৃত্বিক রোশন।

তবে ছেড়ে দেয়ার পাত্রী কঙ্গনাও নন। তিনি দাবী করছেন, যা বলেছি সত্যি বলেছি। আর তাাই তো হৃত্বিককে পাল্টা আইনি নোটিশ এবার তিনিও পাঠিয়েছেন।

হৃত্বিকের দাবি, কিছুদিন ধরে ‘প্রাক্তন প্রেমিক' হিসেবে তার নাম উল্লেখ করে আসছেন কঙ্গনা। এতে তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যা অবমাননার সমান। আর এ কারণে নিজের আইনজীবী দীপেশ মেহতার মাধ্যমে কঙ্গনাকে ছ’পাতার আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
 
রাকেশ রোশনের পুত্র চান, কঙ্গনা সাংবাদিক সম্মেলন ডেকে জানান, ‘এক্স’ বলতে হৃত্বিককে বোঝাননি তিনি। পাশাপাশি গোটা ঘটনার জন্য তার কাছে প্রকাশ্যে ক্ষমাও চান।
 
কিন্তু এ সবের বদলে নিজের আইনজীবী রিজওয়ান সিদ্দিকির মাধ্যমে হৃত্বিককে ২১ পাতার পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন কঙ্গনাও। তার দাবি, এসব করে তাকে ভয় দেখাতে চাইছেন হৃত্বিক।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে