বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার ছবি নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলে আসছিল। এ নিয়ে একটা সময় ঢাকাই ছবির কিং শাকিব খানও ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু বর্তমানে সেই শাকিব খানই কাজ করছেন যৌথ প্রযোজনার ছবিতে! আর এ নিয়ে চলছে নানা সমালোচনা।
অনেকের অভিযোগ, যৌথ প্রযোজনা চলচ্চিত্র স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থই মূল উদ্দেশ্য এসব যৌথ প্রযোজনার চলচ্চিত্রের। অন্যদিকে, এর ইতিবাচক দিক ব্যাখ্যা করে অনেকে বলছেন, এতে করে দেশের চলচ্চিত্রের ব্যবসার প্রসার হচ্ছে।
ঢাকাই চলচ্চিত্রের ‘কিং’ খ্যাত শাকিব খানের অভিযোগ ছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্রগুলোতে প্রাধান্য পাচ্ছে ওপারের নায়করা। সেই অভিযোগ এবার ঘুচলো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে তার অভিষেক দিয়ে। বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে অনেকে দেখলেও শাকিবকে নিয়ে এখন শুরু হয়েছে ক্ষোভ। বলা হচ্ছে, শাকিবও শেষ পর্যন্ত সেই দলেই গেলেন!
তবে এ ব্যাপারে শাকিব খান তার অবস্থান পরিস্কার করে বলেছেন, ‘যৌথ প্রযোজনার চলচ্চিত্রের বিষয়ে আমি কখনও প্রতিদ্বন্দ্বী ছিলাম না। সবার মতো আমারও কথা ছিল বিষয়টি যেন যৌথ প্রতারণা না হয়ে যায়। এমন অভিযোগ আছে বলেই আমি বলছি।
তিনি আরও বলেন, শিল্পী থেকে কলাকৌশলীদের উপস্থিতি সমান থাকতে হবে। এটিই যৌথ প্রযোজনার চলচ্চিত্রের মূল নিয়ম। আমি সেই নিয়ম দেখেই কাজ করছি। ব্যক্তি স্বার্থ নয়, চলচ্চিত্রের স্বার্থকেই আমি সবার আগে দেখি। আর যারা আমার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা হয়তো না জেনেই করছেন।’
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন