বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ১১:৫৩:৩১

ঢাকাই ছবির নায়িকা ববির নায়ক এবার ভারতের রণবীর

ঢাকাই ছবির নায়িকা ববির নায়ক এবার ভারতের রণবীর

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় মডেল ও অভিনেতা রণবীরকে এবার দেখা যাবে ঢাকাই সিনেমার নায়িকা ববির বিপরীতে। ইফতেখার চৌধুরী পরিচালিত 'বিজলী' শীর্ষক চলচ্চিত্রে এই জুটিকে দেখা যাবে বলে খবর পাওয়া গেছে।

সূত্র জানিয়েছে, সম্প্রতি কলকাতায় রণবীর এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এদিকে অভিনয়ের পাশাপাশি এই ছবিটি প্রযোজনা করবেন চিত্রনায়িকা ববি। এরই মধ্যে এ ছবির চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। পাশাপামি গত জানুয়ারিতে নতুন এ ছবিটি পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করা হয়েছে।

এ প্রসঙ্গে ববি বলেন, 'নায়ক-নায়িকার প্রেম, ৫-৬টি গান, পারিবারিক সংঘাত, মারপিটের কাহিনীতে এর আগে অনেকবার অভিনয় করেছি। দর্শকরা এবার একটু ভিন্ন গল্পের ছবি দেখতে পাবেন। এই ছবিতে আমি সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।'

ববির নিজ প্রযোজনা প্রতিষ্ঠান 'ববি স্টার'-এর ব্যানারে নির্মিতব্য এই ছবির শুটিং খুব শিগগিরই বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। দেশের বাইরে ব্যাংককেও এর শুটিং করা হবে। এই ছবির পরেই ববি রোমান্টিক ঘরানার 'প্রেমলীলা' শীর্ষক ছবির কাজ শুরু করবেন।

এছাড়া 'মালটা' ছবির দুই-তৃতীয়াংশ কাজ সম্পন্ন করেছেন। এতে তাকে একই সঙ্গে বাংলা, ইংরেজি ও মালটা ভাষায় কথা বলতে দেখা যাবে। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। এছাড়া মালটায় গিয়ে ববি 'নীলিমা' শীর্ষক আরো একটি ছবিতে অভিনয় করেছেন। এই ছবির কাজও প্রায় শেষের দিকে।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে