বিনোদন ডেস্ক : শান্তর সাথে কি প্রভার বিচ্ছেদ হয়ে গেছে! এমন গুঞ্জন এখন বিভিন্ন মহলে বেশ চাউড় হয়েছে। এ নিয়ে একটি দৈনিকও প্রতিবেদন করেছে। সেখানেও শান্তর সাথে প্রভার বিচ্ছেদেরে বিষয়টি উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের প্রেমিক রাজিবের সাথে ২০১০ সালের এপ্রিল মাসের ১৬ তারিখে প্রভার বাগদান অনুষ্ঠিত হয়। কিন্তু এরমধ্যেই প্রভা নতুন করে অভিনেতা অপূর্বর সাথে সম্পর্কে জড়িয়ে পরেন। যার ফলশ্রুতিতে তারা দু’জন পালিয়ে গিয়ে একই বছর ১৯শে আগস্ট বৃহস্পতিবার বিয়ে করেন। যা নিয়ে তুমুল হৈ চৈ শুরু হয়।
এদিকে প্রভার এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেন তার প্রেমিক রাজীব। সে প্রভা ও তার একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করে দেন ইউটিউবে। যা মুহূর্তেই ভাইরাইল হয়ে যায়। এবং এই ভিডিওটি নিয়ে দেশ ও বিদেশে তমুল আলোচনা সমালোচনার মুখে পরেন প্রভা।
এসব ঘটনা নিয়ে ২০১১ সালের ১১ই ফেব্রুয়ারি অপূর্বর সাথে বিচ্ছেদ হয় প্রভার। মূলত প্রকাশিত ভিডিও ক্লিপের ঘটনা নিয়েই অপূর্বই প্রভাকে ডিভোর্স দিয়েছেন। এরপর টানা তিন বছর লাপাত্তা এ অভিনেত্রী। মিডিয়া থেকে দূরেই সরে যান প্রভা।
অন্যদিকে ২০১১ সালের ১৯শে ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন প্রভা। তিনি বিয়ে করেন একটি করপোরেট কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তকে।
এদিকে তিন বছর মিডিয়া থেকে দূরে থেকে ২০১৪ সালে আবারও মিডিয়াতে ফিরে আসেন প্রভা। অতীতের সব গ্লানি মুছে নিজেকে নতুন করে মিডিয়ার সহযাত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। আর এখন শোনা যাচ্ছে, তিনি নাকি এক বছরেরও বেশি সময় ধরে শান্তর সঙ্গে সংসার করছেন না। ২০১৫ সালের মাঝামাঝিতে তাদের নাকি ডিভোর্সও হয়েছে!
ওই দৈনিকটি প্রভার কয়েকটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রভার এলোমেলো চলাফেরায় বেশ বিরক্ত ছিলেন শান্ত। শুটিংয়ের নামে বেশিরভাগ রাতই বাইরে কাটাতেন প্রভা। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হয়। কিন্তু সমঝোতায় না আসায় একপর্যায়ে বিচ্ছেদে রূপ নেয়। টানাপড়েন চলতে থাকে।
এ ব্যাপারে শান্তকে জিজ্ঞেস করা হলে কোনো মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেন। এখন শোনা যাচ্ছে অন্য একজনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছেন অপ্রচলিত কৌশলে। তথ্যসূত্র : মানব জমিন
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন