বিনোদন ডেস্ক : ‘আমি জয় চ্যাটার্জি’ শিরোনামে ভারতের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এতে তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় নায়ক আবীর চট্টোপাধ্যায়।
ছবিতে জয়াকে দেখা যাবে আবীরের প্রেমিকার চরিত্রে। এখন অপেক্ষার পালা,পর্দায় কেমন হয় আবীর-জয়ার রসায়ন?
এদিকে জয়া এই মুহূর্তে দিল্লিতে ছুটি কাটাচ্ছেন। তবে এ অভিনেত্রী বর্তমানে বাংলাদেশের ছবির পাশাপাশি ভারতের ছবিতে নিয়মিত অভিনয় করছেন। বলা যায় তিনি এখন ভারতীয় ছবির নিয়িমিত অভিনেত্রী। সেখানে তার একটা গ্রহণযোগত্যা তৈরি হয়েছে।
‘আমি জয় চ্যাটার্জি’ ছবিটি পরিচালনা করছেন মনোজ মিচিগান। এটি একটি থ্রিলার ড্রামা। ছবির মুখ্য চরিত্রের নামই জয় চ্যাটার্জি। খুবই দাম্ভিক ও আত্মকেন্দ্রিক।
একদিন এই জয় নিখোঁজ হয়ে যায়। এই নিয়েই গল্পের বুনন। ছবির স্ক্রিপ্ট পড়ে খুশি আবীর। জানা গেছে, এপ্রিলের শেষে বা মে মাসে ছবির শ্যুটিং শুরু হবে। ছবির চরিত্র সম্পর্কে জয়ার কোনও মতামত অবশ্য জানা যায় নি।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন