বিনোদন ডেস্ক : অতঃপর হাঁটুর বয়সী অভিনেত্রী সোনম কাপুরের কাছে হেরে গেলেন ঐশ্বরিয়া রাই! যদিও এ নিয়ে ঐশ্বরিয়ার কোন আক্ষেপ নেই। তারপরও অনেকে বলছেন, তাহলে কি ঐশ্বরিয়াদের দিন ফুরিয়ে এলো?
জানা গেছে, গত তিন বছর ধরে একটি জনপ্রিয় জুয়েলারি প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। সম্প্রতি তাকে সেখান থেকে হটিয়ে কল্যাণ নামের ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়েছেন ‘নিরজা’খ্যাত সোনম কাপুর।
এক বিবৃতিতে ওই প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত তিন বছর ধরে আমাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য ঐশ্বরিয়া রায় বচ্চনকে আমরা ধন্যবাদ জানাই। তার ভূমিকার জন্য এটা দেশের জাতীয় পণ্যে পরিণত হতে পেরেছে।
সেই সাথে প্রতিষ্ঠানটি আরও জানায়, আমরা স্বাগতম জানাচ্ছি, সোনম কাপুরকে। তার বর্তমান অবস্থা, স্টাইল আইকন ও জনপ্রিয়তার শক্তি ভবিষ্যতে আমাদের পণ্যের বিজ্ঞাপনকে আরও গতিশীল করবে।
দুই বছর আগে, সোনম কাপুরকে একটি কসমেটিক পণ্যের কো-অ্যাম্বাসেডার ঘোষণা করার পর নারীদের মধ্যে বিতর্ক ওঠেছিল। এর আগেও এ ধরনের ঘটনায় বলিউড অভিনেত্রীদের বন্ধুত্বে ফাটল ধরেছে।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন