বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০১:৪৮:৩৪

রণবীরের জন্য আম-ছালা দুটোই হারিয়েছেন ক্যাটরিনা!

রণবীরের জন্য আম-ছালা দুটোই হারিয়েছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুলতান’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ছবিটি নায়িকা ঠিক না করেই শুটিং শুরু হয়েছিলো। পরবর্তীতে সুলতানের বেগম হিসেবে আনুশকা শর্মাকে চুক্তিবদ্ধ করা হয়।

এদিকে নতুন করে এ ছবি নিয়ে নতুন এক তথ্য পাওয়া গেলো। জানা গেছে, ‘সুলতান’ ছবিতে সালমানের বেগম হওয়ার জন্য ক্যাটরিনা কাইফকে নাকি প্রস্তাব দেয়া হয়েছিলো। তবে সে প্রস্তাব নাকি ক্যাট গ্রহণ করেননি একমাত্র রণবীর কাপুরের জন্য!

এক প্রতিবেদনে জানা গেছে, সুলতান সিনেমায় সালমানের বিপরীতে নির্মাতা ক্যাটরিনাকে বেছে নিয়েছিলেন। অভিনয়ের জন্য প্রস্তাবও দিয়েছিলেন এ অভিনেত্রীকে। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। আর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ ছিল রণবীর কাপুর। সালমানের বিপরীতে অভিনয় করলে রণবীর কষ্ট পেতে পারেন, এ কারণেই নাকি তখন ‘সুলতান’কে ফিরিয়ে দিয়েছিলেন ক্যাট।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে