বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০২:২৪:০৩

জিৎ ও ফারিয়ার দেখা নেই তিন দিনেও!

জিৎ ও ফারিয়ার দেখা নেই তিন দিনেও!

বিনোদন ডেস্ক : কলকাতার সুপারস্টার জিৎ ঢাকায় এসেছেন। তিনি এখন শুটিং করছেন ‌যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’তে। এখানে তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার একজন অন্ধ ভক্তের চরিত্রে অভিনয় করছেন। তার নায়িকা হিসেবে এ ছবিতে আছেন আলোচিত মডেল ও উপস্থাপিকা নুরসার ফারিয়া।

এদিকে গত তিন ধরে ‘বাদশা’ ছবির শুটিং এ জিৎ অংশ নিলেও তার দেখা পায়নি ছবির নায়িকা নুসরাত ফারিয়া! এমনটাই জানিয়েছেন নুসরাত ফরিয়া।

মঙ্গলবার একটি নিউজ পোর্টালকে ফারিয়া জানিয়েছেন, ‘জিতের সঙ্গে অভিনয় করবো। এ নিয়ে আমি খুব খুশি। এটাই স্বাভাবিক। তারচেয়ে বড় বিষয় তিনি আমার শহরে এসেছেন, অথচ তার সঙ্গে এখনও দেখা করতে পারিনি। আবার একই ছবির নায়িকা আমি! অবিশ্বাস্য হলেও এটাই বাস্তবতা। এখনও শ্যুটিং ইউনিট থেকে আমার ডাক আসেনি। তাই দেখাও হয়নি জিৎ বাবুর সঙ্গে। আমিও একটু ব্যস্ত ছিলাম অবশ্য।’

হতাশার কথা শুনিয়ে খানিক আশাও জাগালেন চটপটে নুসরাত। বললেন, ‘সবুরে মেওয়া ফলে শুনেছি। তিন দিন পর কাল (বুধবার) সকালে দেখা হচ্ছে আমাদের। চলবে শ্যুটিংও। সব মিলিয়ে কাল সকালের অপেক্ষায় আমি খুব এক্সাইটেড।’
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে