বিনোদন ডেস্ক : কলকাতাবাসীর কাছে এ খবর যেন সোনায় সোহাগা। একে তো ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ, যা নাকি ধর্মশালায় হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত কলকাতার ইডেন গার্ডেনে হতে চলেছে।
এর আগে ‘জামাইবাবু’র সিদ্ধান্ত, ১৯ মার্চ ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীর জাতীয় সঙ্গীত গাইবেন তিনি। টুইটারে এ সংক্রান্ত টুইটকে নিজের অ্যাকাউন্ট হ্যান্ডেল থেকে রিটুইট করে এ খবর নিশ্চিত করেছেন বলিউডের শতাব্দীসেরা অভিনেতা ও কলকাতার 'জামাইবাবু' অমিতাভ বচ্চন।
যদিও সিএবি সূত্রের খবর, এ উদ্যোগটি আসলে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরই। টি২০ বিশ্বকাপ : ভারত-পাক ম্যাচ শুরুর আগে বিগ বি’র কন্ঠে শোনা যাবে জাতীয় সঙ্গীত!
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিগ বি যেখানে ভারতের জাতীয় সঙ্গীত নিজের জলদগম্ভীর কন্ঠে পরিবেশন করবেন, তখন পাকিস্তানের তরফে জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী সফাকত আমানত আলীকে পাকিস্তানের তরফে আমন্ত্রিত করা হয়েছে।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম